Best Cox’s Bazar Tour Package in Bangladesh

কক্সবাজার-ইনানী-হিমছড়ি ভ্রমণ

৩ রাত, ২ দিন
❐ জনপ্রতি: ৫,৩৫০ থেকে ৭,১০০ টাকা পর্যন্ত।

❐ নারী ও শিশুবান্ধব ট্যুর, কোন হিডেন চার্জ নেই এবং ফিক্সড প্রাইস।

❐ প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাত থেকে নিয়মিত ট্যুর। আর গ্রুপ হলে যে কোন দিন ট্যুর। সকল ছুটির দিনসহ আমাদের রয়েছে নিয়মিত প্যাকেজ।
❐ কর্পোরেট ট্যুর, এজিএম, ডিলার সম্মেলনসহ নিয়মিতভাবেই আমরা ট্যুর পরিচালনা করি।
❐ কুমিল্লা, সিলেট, খুলনা ও চট্রগ্রাম থেকেও জয়েন করতে পারবেন।
❐ প্যাকেজ প্রাইস:
❐ প্যাকেজ ০১: (শুক্র শনিবার ও ছুটির দিন)
* এক রুমে ৪ জন হলে: জনপ্রতি: ৫,৩৫০/=
সকল খরচসহ। নন এসি বাস, এসি রুম।
* এক রুমে ৩ জন হলে: জনপ্রতি: ৫,৫৫০/=
সকল খরচসহ। নন এসি বাস, এসি রুম।
* এক রুমে ২ জন হলে: জনপ্রতি: ৫,৮৫০/=
সকল খরচসহ। নন এসি বাস, এসি রুম।
* হোটেল অষ্টার ইকো, কলাতলী রোড, কক্সবাজার।
❐ এসি বাস হলে জনপ্রতি চার’শো টাকা বাড়বে।
❐ ইকোনমি ক্লাসের হুন্দাই বাস হলে আট’শো টাকা বাড়বে।
❐ বিসনেস ক্লাসের হুন্দাই বাস হলে ষোল’শো টাকা বাড়বে।
❐ ১৫ দিন আগে বুকিং দিলে জনপ্রতি ২০০ টাকা ডিসকাউন্ট।
❐ শিশু পলিসি:
❐ শিশু (৩-৫ বছর) বেসিক প্রাইস: ১,৬০০/-(বাস টিকেট বাদে)
❐ এন্ট্রি টিকেট, জীপ গাড়িতে সীট, সকল খাবার থাকবে। শুধুমাত্র বাবা মায়ের রুম শেয়ার করবেন)
❐ শিশু (১ থেকে ২ বছর ১১ মাস) ফ্রি, যদি খাবার না লাগে।
❐ এই টাকার ভিতরে থাকছে ❐
❐ ঢাকা-কক্সবাজার-ঢাকা বাস টিকেট।
❐ ২ দিনে ৬ বেলা খাবার এবং বিস্কিট, টি/কফি ২ বার।
(১ বার বারবিকিউসহ)
❐ ইনানী ও হিমছড়ি ভ্রমণে রিজার্ভড চাঁদের গাড়ি।
❐ জীপের ড্রাইভার ও হেলপারের যাবতীয় খরচ।
❐ সকল পার্কিং খরচ।
❐ হোটেলে থাকার খরচ।
❐ প্রত্যেকের জন্য মিনি পেষ্ট, শ্যাম্পু, টুথব্রাশ ও সাবান।
❐ প্রত্যেক রুমে মিনারেল ওয়াটার।
❐ সকল পয়েন্টের এন্ট্রি টিকেট।
❐ সকল টিপস।
❐ ভ্রমণে সার্বক্ষণিক অভিজ্ঞ গাইড।
❐ বুঝতে অসুবিধা হলে অনুগ্রহ করে ❐+88029128008 ❐+880255028008 ❐+8801711399030 ❐+8801812880410 ❐+8801993355717 ❐ +8801820352179 ❐+8801841399030 ❐+8801712626034 ❐+8801753333932 এই নম্বরসমূহে ফোন করুন।
❐ প্রশস্ত ওপেন ষ্পেস, লিফট, প্রতি রুমে মডার্ণ ফিটিংস এ্যাটাচ্ট বাথ, কমোড, বেসিন, শাওয়ার। সার্বক্ষণিক পানি ও নিয়মিত সময়ে বিদ্যুৎ।
❐ পরিচ্ছন্ন প্রসস্ত রুম।
❐ কেবলমাত্র এক পরিবারের সদস্য হলে বেড শেয়ার করা যাবে। অন্যথায় নয়।
❐ স্বাস্থ্য বিধি মেনে ভ্রমণ করুন, নিরাপদে থাকুন।
❐ ডেবিট/ক্রেডিট কার্ডের মাধমেও পেমেন্ট করা যাবে। ২% চার্জ
যুক্ত হবে।
❐ আমাদের ভ্রমণে সম্পূর্ণ পারিবারিক আমেজ ও পূর্ণ সামাজিক নিরাপত্তা বিদ্যমান।
❐ ভ্রমণের এক্সক্লুসিভ ছবি দেখলে রাজধানী ট্যুরিজম লি: এর ট্যুর সম্পর্কে ধারণা পাবেন আশাকরি।
❐ ভ্রমণ বিস্তারিত জানতে ফোনে জানতে পারবেন।
❐ যাত্রা শুরু: রাত ১০টা, ঢাকায় আপনার জন্য নির্ধারিত বাস পয়েন্ট থেকে।
❐ রিটার্ন: রাত ১০ টা (কক্সবাজার থেকে), পরদিন ভোর ৪-৬ টায় ঢাকায় ফিরবো ইনশাআল্লাহ।
❐ ফুড মেনু ….
❐ ১ম দিনের খাবার—
❐ সকালের নাস্তা: পরাটা/রুটি, সবজি, ডিম অমলেট, মিনারেল ওয়াটার, চা।
❐ দুপুরের খাবার: সাদা ভাত, কোরাল মাছের কারি, ডাল, ভর্ত্তা, আচার, মিনারেল ওয়াটার।
❐ বিকালের নাস্তা: বিস্কিট, চা/কফি।
❐ রাতের খাবার: চিকেন বার-বি-কিউ, পরটা, সবজি, কোক/স্প্রাইট, মিনারেল ওয়াটার।
❐ ২য় দিনের খাবার:
❐ সকালের নাস্তা: ভূনা খীচুড়ি, চিকেন, মিনারেল ওয়াটার, চা।
❐ দুপুরের খাবার: হিমছড়িতে: রুপচাঁদা কারি, সাদা ভাত, শুটকি ভর্ত্তা, ডাল, সবজি, মিনারেল ওয়াটার।
❐ রাতের খাবার: চিংড়ি কারি, সাদা ভাত, ভর্ত্তা, সবজি, ডাল, মিনারেল ওয়াটার।
❐ আমাদের ট্যুরে কোথাও কোন অতিরিক্ত খরচ নেই। ঢাকা থেকে শুরু করে আবার ঢাকা ফিরে আসা পর্যন্ত সকল খরচ উক্ত টাকার মধ্যেই।
❐ বাস সার্ভিসের দায় দায়িত্ব সম্পূর্ণ বাস কর্তৃপক্ষের। কোন পর্যটন সংস্থাই বাস পরিচালনা করেনা, তাই বাসের দায়িত্ব বা ভালো খারাপ সার্ভিস অথবা রাস্তার জ্যামের ব্যাপারে আয়োজক কর্তৃপক্ষের কিছু বলার নেই।
❐ ফুডকোর্টের খাবার ও ব্যক্তিগত খরচ প্যাকেজ প্রাইসের অন্তর্ভূক্ত নয়।
❐ প্রসঙ্গত:
❐ বুকিং মানি জমা দেবার আগে আপনার জন্য নির্ধারিত রিসোর্ট, বাস, বাসের সীট কোনটি সে বিষয়ে নিশ্চিত হোন, ছবিসহ তথ্য সংগ্রহ করুন অত:পর টাকা জমা দিন ও আপনার বুকিং পিএনআর নম্বর সংগ্রহ করুন।
❐ আমাদের আয়োজনে কোন কিছুই হিডেন নেই। কোন খরচ হিডেন রাখলে প্রাথমিকভাবে আপনার কাছে প্যাকেজ প্রাইজ কম মনে হতে পারে। কিন্তু আমরা সেটি করিনা। যা বলার একবারেই বলেছি। প্যাকেজের নির্ধারিত প্রাইসের বাইরে এক টাকাও অতিরিক্ত কোন খরচ বা কোন এন্ট্রি টিকেট আপনাকে কিনতে হবেনা।
❐ এই ট্যুরে প্রফিট মার্জিন অতি সামান্য। অনেক হিসাব করে প্রাইস নির্ধারণ করা হয়েছে। সুতরাং, কোনরকম ডিসকাউন্টের কথা বললে তা আমাদের জন্য বিব্রতকর হবে। প্রাইস সবার জন্যই সমান। অনেক ভাবেই টাকা কমানো যায় কিন্তু আমরা সেটি পারবোনা। কারন, খরচ বাঁচাতে গিয়ে ট্যুরের মান খারাপ হলে আপনাদের কষ্ট হবে আর বদনামটা আমাদেরই হবে। আমাদের কাছে সকল অতিথির মর্যাদাই সমান। বিবেচনায় রাখতে হবে যে, এটি একটি ছোট প্রজেক্ট। এই টাকার মধ্যেই সকল খরচ রয়েছে। এখান থেকে কতটুকুইবা প্রফিট করা সম্ভব…।
❐ আমরা পূর্ণ আন্তরিকতা দিয়ে অতিথিদের সেবা করতে চেষ্টা করি এবং কথা রাখতেও আমরা চেষ্টা করি সুনামের জন্য। বুকিং ফরমে উল্লেখিত বিষয়গুলির সাথে বাস্তবের মিল পেলে আপনিই হতে পারেন আমাদের প্রচার বন্ধু। যা আমরা সবসময় বিবেচনায় রাখি।
❐ বিশেষ দ্রষ্টব্য: আমরা কেবল উন্নত, উদার মানষীকতাসম্পন্ন ও পর্যটনবান্ধব অতিথিই প্রত্যাশা করি। একটি ট্যুরে একে অপরকে আপন ভাবার প্রয়োজনীয়তা অতি গুরুত্বপূর্ণ। সবার আগে আমাদের সম্পর্কে খোঁজ নিন ও বিশ্বাস অর্জন করতে পারলেই কেবল বুকিং দিন; অন্যথায় নয়। আয়োজকদের সাথে অতিথির ভালো ব্যবহার একান্তভাবে প্রত্যাশিত। আয়োজকদেরকে নিম্নস্তরের মানুষ ভাবা বা ছোট করে দেখার মনোভাব থাকলে বুকিং না করাই ভালো।
❐ বুকিং যেভাবে দিবেন ❐
❐+88029128008 ❐+880255028008 ❐+8801711399030 ❐+8801812880410 ❐+8801993355717 ❐ +8801820352179 ❐+8801841399030 ❐+8801712626034 ❐+8801753333932 এই নম্বরসমূহে ফোন করে আপনার প্রাথমিক বুকিং নিশ্চিত করতে পারেন। এরপর আমাদের অফিস পরিদর্শন করে সবকিছু বিস্তারিত জেনে ভালো লাগলে বুকিং কনফার্ম করতে পারেন।
❐ ফোনে/অনলাইনে বুকিং করার আগে আমাদের সম্পর্কে ভালোভাবে খোঁজ নিয়ে যদি আস্থা ও বিশ্বাস অর্জিত হয় তবেই বুকিং কনফার্ম করুন। কোনরকম অবিশ্বাস থাকলে বুকিং না করাই ভালো।
❐ বুকিং মানি ৫০%। বাকি টাকা সকালে কক্সবাজার পৌঁছে দিতে হবে। বুকিং এর সময় ট্যুরের বিস্তারিত কোম্পানীর পক্ষ থেকে আপনাকে লিখিতভাবে দেয়া হবে এবং এর একটি কপি আমাদের কাছেও থাকবে।
❐ অফিসে আসতে না পারলে ফোন করে বিস্তারিত জানতে পারেন। তবে বিস্তারিত না জেনে, বুঝে বুকিং না করার জন্য অনুরোধ।
❐ অতিথিদের যৌক্তিক যে কোন প্রশ্নের উত্তর দিতে আমরা সাধ্যমত চেষ্টা করবো। ভালো লাগলে বুকিং কনফার্ম করুন। সেক্ষেত্রে কোম্পানীর ব্যাংক একাউন্ট অথবা রকেট একাউন্টে টাকা জমা দিয়ে আমাদেরকে ফোনে জানিয়ে দিলেই হবে। আমরা আপনার বুকিং ফরম তৈরি করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেব।
❐ ব্যাংক একাউন্ট, রকেট বা নগদ টাকা পাঠালে টাকা পাঠানো মাত্রই ফোন করে জেনে নিন ও ম্যাসেজের মাধ্যমে জমা নিশ্চিত হয়ে তথ্য সংরক্ষণ করুন।
❐ ব্যাংকিং মাধ্যমে টাকা পাঠিয়ে বুকিং করলে ব্যাংক স্লিপ জমা দিতে হবে এবং টাকা পাঠানোর সময়েই ফোন করে বুকিং কনফার্মেশন ‘পিএনআর’ নম্বর সংগ্রহ করে নিতে হবে।
❐ উল্লেখিত মাধ্যমসমূহ ছাড়া আর কোন মাধ্যমে আমরা টাকা নেইনা।
❐ বুকিং ফরমে বিস্তারিত পড়ে সম্মত হলে ফিরতি ই-মেইলে আপনার সম্মতি লিখে পাঠাতে হবে।
❐ এনসিসি ব্যাংক, ইষ্টার্ণ ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ট্রাষ্ট ব্যাংক, সিটি ব্যাংক- এ আমাদের একাউন্ট রয়েছে। আপনার জন্য সুবিধাজনক ব্যাংকের একাউন্ট নাম্বার কল করে জেনে নিতে পারেন। এ ছাড়াও রকেট একাউন্ট রয়েছে। তবে আমরা অনুরোধ করবো– সবকিছু বুঝে, ট্যুরের বিস্তারিত এবং উল্লেখিত টাকার মধ্যে কী কী রয়েছে তা লিখিতভাবে নিয়ে তারপর বুকিং চূড়ান্ত করতে। যাতে কারো মধ্যেই কোন গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে আপনার ভ্রমণের আনন্দ এবং আমাদের সুনাম দুটিই নষ্ট হতে পারে। যা আমরা কেউই চাইনা। কারণ অতিথির কোন অভিযোগ শোনা ভীষন কষ্টকর, সেটি যাতে না হয়। অনেক কষ্ট করে আপনি ট্যুর করছেন আর অনেক কষ্ট করে আমরাও একটি প্রতিষ্ঠান গড়ে তুলছি- সেটিই যেন উভয়ের বিবেচনায় থাকে। নিজের দেশ ভ্রমণে আমন্ত্রণ সকলকে।

Cox's Bazar-Inani-Himchari Tour

🔹 Duration: 3 nights, 2 days ❐ Per Person: ৳5,350 to ৳7,100

❐ Women and Child-friendly Tour: No hidden charges, fixed prices.

❐ Weekly Tours: Regular tours every Thursday night. Group tours available on any day. Regular packages available for all holidays.

❐ Corporate Tours: We regularly organize corporate tours, AGMs, dealer conferences, etc.

❐ Joining from Other Cities: You can join from Comilla, Sylhet, Khulna, and Chittagong.

❐ Package Prices: ❐ Package 01: (Friday-Saturday and holidays)

  • If four people share one room: ৳5,350/person (Non-AC bus, AC room).
  • If three people share one room: ৳5,550/person (Non-AC bus, AC room).
  • If two people share one room: ৳5,850/person (Non-AC bus, AC room).
  • Hotel: Astor Eco, Kolatoli Road, Cox’s Bazar.

🔹 Additional Charges:

  • AC bus: ৳400 extra per person.
  • Hyundai Economy Class: ৳800 extra per person.
  • Hyundai Business Class: ৳1,600 extra per person.

🔹 Early Booking Discount:

  • ৳200 discount per person if booked 15 days in advance.

❐ Child Policy:

  • Child (3-5 years): Basic price ৳1,600 (excluding bus ticket).
  • Infant (up to 2 years and 11 months): Free if no food is required.

❐ What’s Included:

  • Dhaka-Cox’s Bazar-Dhaka bus tickets.
  • Food for 6 meals and biscuits, tea/coffee twice a day.
  • Reserved Chandrer Gari for Inani and Himchari tour.
  • Driver and helper costs for the Jeep.
  • All parking fees.
  • Hotel stay.
  • Mini-paste, shampoo, toothbrush, and soap for each person.
  • Mineral water in each room.
  • Entry tickets for all points.
  • All tips.
  • Knowledgeable guide throughout the journey.

🔹 Room Facilities:

  • Clean and spacious rooms.
  • Lift, attached bath with modern fittings, commode, basin, shower.
  • 24/7 running water and regular electricity.

🔹 General Information:

  • Only bed sharing allowed for family members.
  • Follow health guidelines and stay safe.
  • Payments can be made via debit/credit cards with a 2% charge.
  • We prioritize family-friendly atmosphere and complete social safety in our journeys.
  • For exclusive photos of our tours, check Rajdhani Tourism Ltd.

❐ For more details and reservations, contact: 📞 +88029128008 📞 +880255028008 📞 +8801711399030 📞 +8801812880410 📞 +8801993355717 📞 +8801820352179 📞 +8801841399030 📞 +8801712626034 📞 +8801753333932

🔹 Journey starts: 10:00 PM, Dhaka, from your designated bus point. 🔹 Return: 10:00 PM (from Cox’s Bazar), return to Dhaka the next day between 4-6 AM, InshaAllah.

Food Menu: Day 1:

  • Breakfast: Paratha/Roti, Vegetables, Egg Omelet, Mineral Water, Tea.
  • Lunch: Plain Rice, Coral Fish Curry, Lentils, Mashed Vegetables, Pickle, Mineral Water.
  • Afternoon Snack: Biscuits, Tea/Coffee.
  • Dinner: Chicken Barbecue, Paratha, Vegetables, Coke/Sprite, Mineral Water.

Day 2:

  • Breakfast: Khichuri with Chicken, Mineral Water, Tea.
  • Lunch (In Himchari): Rupchanda Curry, Plain Rice, Shrimp Bharta, Lentils, Vegetables, Mineral Water.
  • Dinner: Prawn Curry, Plain Rice, Bharta, Vegetables, Lentils, Mineral Water.

General Information:

  • All expenses are covered within the specified amount from Dhaka to Dhaka.
  • Bus services are the responsibility of the bus service provider. No tourism company operates the bus, so any issues with the service or road conditions are beyond the organizers’ control.
  • Food court expenses and personal expenses are not included in the package price.
  • Booking money is non-refundable.
  • Before making any booking, ensure the availability of your chosen resort, bus, and seat. Gather information, including pictures, about these beforehand.
  • In case of additional expenses during the tour, participants are responsible for managing them within the given budget.
  • The organizers claim transparency in all transactions. There are no hidden costs, and any attempt to hide costs is discouraged. The package price includes all expenses.
  • Profit margins are minimal, and the focus is on providing a quality experience rather than maximizing profits.
  • The organizers emphasize honesty and expect the same from the participants. There are no hidden charges, and the stated package price covers all expenses.
  • Participants are encouraged to ask any questions before booking.

Booking Process: Contact the following numbers for booking:

  • +88029128008
  • +880255028008
  • +8801711399030
  • +8801812880410
  • +8801993355717
  • +8801820352179
  • +8801841399030
  • +8801712626034
  • +8801753333932

Contact these numbers to confirm your booking and then visit the office for detailed information. If everything is satisfactory, proceed with the booking.

Note:

  • Make sure to read all details before booking.
  • Verify and gain confidence in the organizers before making any transactions.
  • Booking is confirmed after the initial payment, and the remaining amount must be paid upon reaching Cox’s Bazar.
  • The organizers provide written confirmation with details, and a copy of the confirmation should be kept.

Payment Information:

  • Payment can be made to the specified bank accounts or through Rocket.
  • Bank account details can be obtained by calling and inquiring about the convenient bank.
  • Make payments only through the specified channels mentioned, and keep records of the transaction for verification.

Communication:

  • After understanding all details and being satisfied, confirm your booking through an email with your consent.
  • For any inquiries or clarification, contact the organizers.
  • The organizers strive to provide answers to any logical questions and maintain open communication for mutual understanding.

Conclusion:

  • The organizers emphasize building a relationship based on trust and mutual understanding.
  • If you agree with the terms and conditions mentioned, proceed with the booking.
  • The organizers aim for a smooth and enjoyable tour experience for all participants.

Important Notice:

  • The organizers do not accept any responsibility for dishonest behavior or attempts to undermine trust.
  • Participants are encouraged to clarify all details before booking to avoid any misunderstandings during the trip.

How to Book:

  • Call the provided numbers to confirm your booking.
  • Initial booking amount is 50%, and the rest should be paid upon reaching Cox’s Bazar.
  • If unable to visit the office, contact for detailed information.
  • Do not proceed with booking without fully understanding and agreeing to the terms.

Bank Accounts:

  • The organizers have accounts in various banks, and details can be obtained by calling.
  • Apart from banks, Rocket accounts are also available.

Note:

  • Only use the specified methods for payment; the organizers do not accept payments through other means.
  • After payment, confirm the booking by emailing your consent.
  • Verify and understand the details of the tour and what is covered within the specified budget.

Final Words:

  • The organizers express gratitude for considering their tour and emphasize a commitment to providing a quality and transparent experience.
  • Participants are encouraged to have a clear understanding of all terms before proceeding with the booking.