টাঙ্গুয়ার হাওর ভ্রমণ, এসি হাউজবোটে

2 Days

এসি_হাউজবোটে_টাঙ্গুয়ার_হাওর_লাক্সারি_ট্যুর, রয়েছে নন এসি হাউজবোটও। জনপ্রতি ৬,৫০০ থেকে শুরু। অন্তত দু’জন হলেই ঘুরে আসুন টাঙ্গুয়ার হাওর থেকে। লাক্সারিয়াস হাউজবোটে উপভোগ করুন হাওর যাত্রায় আভিজাত্য…ঢাকায় অফিসে এসে বুকিং করার সুবিধা।

★হাওর এর কথা মনে হলেই প্রথম যে নাম মনে আসে তা হলো #টাঙ্গুয়ার_হাওর। সুনামগঞ্জ জেলার এই হাওড়ের এক পাশে মেঘালয়ের সবুজ পাহাড় নীল সাদা মেঘের রঙে দাঁড়িয়ে আছে। টাঙ্গুয়ার হাওর জীব বৈচিত্র্যময়। যেমন মুখরিত পাখির কলকাকলীতে তেমনই মুগ্ধতা আছে হাওড়ের নীল জলে আর সাথে আছে হাওড়ের সুস্বাদু মাছ। টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্যে পুলকিত হওয়ার সময় এসেছে আবার। তাই আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি টাঙ্গুয়ার হাওর ভ্রমণে।

সাথে থাকছে নতুন নির্মিত ফুল এসি হাউজবোটও, যেখানে শুধু রাতে নয় ভ্রমণের পুরো সময়ই এসি চলবে। গরমের চিন্তা আর থাকছেনা। আরামদায়ক হওয়ায় যে কেউ এই ট্যুরে অংশগ্রহণ করতে পারেন।

#ভ্রমণের তারিখসমূহ:
📢১০-১১ অগাষ্ট’২৫ (রবি ও সোম)
📢১২-১৩ অগাষ্ট’২৫ (মঙ্গল ও বুধ)
📢১৭-১৮ অগাষ্ট’২৫ (রবি ও সোম)
📢২০-২১ অগাষ্ট’২৫ (বুধ ও বৃহস্পতি)
📢২২-২৩ অগাষ্ট’২৫ (শুক্র ও শনি)
📢২৪-২৫ অগাষ্ট’২৫ (রবি ও সোম)
📢২৬-২৭ অগাষ্ট’২৫ (মঙ্গল ও বুধ)
📢২৯-৩০ অগাষ্ট’২৫ (শুক্র ও শনি)
০৭-০৮ সেপ্টেম্বর’২৫ (ভাদ্র পূর্ণিমা, রবি ও সোমবার)
১২-১৩ ’২৫ (শুক্র ও শনি, পূর্ণিমা)
📢শুক্র ও শনিবার ছাড়াও রবি-সোম ও মঙ্গল-বুধবারেও নিয়মিত ট্যুর রয়েছে।

#প্যাকেজ_প্রাইস: (সুনামগঞ্জ টু সুনামগঞ্জ): এসি হাউসবোট ষ্টীল বডি:
★১০,০০০ টাকা জনপ্রতি, (শুক্র ও শনিবার)
★৮,৫০০ টাকা জনপ্রতি, (শুক্র-শনি ও ছুটির দিন ব্যতিত)
📢📢ঢাকা থেকে আমাদের ব্যবস্থাপনায় এসি গ্রান্ড কেবিন যাবে। ভাড়া প্রাইসের সাথে যুক্ত হবে।
#বুকিং_মানি: ৫,০০০ টাকা জনপ্রতি
#শিশু পলিসিঃ ১-৩ ফ্রি, বাবা মায়ের সাথে সবকিছু। ৩ বছর প্লাস আলোচনা সাপেক্ষে।
#সময়কালঃ ২দিন-১ রাত, ১৭টি রুম, ৪৭ জন অতিথি।

📢📢#প্যাকেজ_প্রাইস নন এসি উডেন বোট: (সুনামগঞ্জ টু সুনামগঞ্জ):
★ জন প্রতি ৬,৫০০/-(একরুমে চারজন, শুক্র-শনিবার)
★ জন প্রতি ৭,৫০০/-(একরুমে দুইজন, শুক্র-শনিবার)
★৬,০০০ ও ৭,০০০ টাকা জনপ্রতি, (শুক্র-শনি ও ছুটির দিন ব্যতিত)
📢আমাদের হাউসবোটে রয়েছে ৮ টি রুম, প্রতিটিতে এটাচ্ট বাথ, গ্লাস উইন্ডো।
**৪ জনের রুম ৪টি, ২ জনের রুম ৪টি। মোট ২৪ জন অতিথি।

📢📢নন এসি হাউজবোট ভেদে প্রাইস কমবেশি হবে। আপনার জন্য নির্ধারিত বোটের প্রাইস বুকিং ফরমে উল্লেখ থাকবে।
📢আপনার চাহিদামতো ভ্রমণের তারিখ আমাদেরকে জানালে আমরা আপনাকে ওই তারিখের বোটের ছবি দেব। সাথে প্রাইসসহ ভ্রমণ বিস্তারিত লিখিতভাবে দেব। যাতে আপনি স্বাধীনভাবে যাচাই করে সিদ্ধান্ত নিতে পারেন। ভালো লাগলে আমাদেরকে জানালে বুকিং ফাইনাল করে আপনাকে বুকিং ফরম পাঠিয়ে দেব। আবার চাইলে আপনি আমাদের অফিসে এসেও সব তথ্য নিয়ে বুকিং করতে পারেন।
** আমরা ১০০/২০০ জন অতিথির জন্যও কর্পেোরেট/গ্রুপ ট্যুর আয়োজন করে থাকি।

#এসি_হাউজবোট এর বিশেষত্ব:
🔹দিনরাত ২৪ ঘন্টাই এসি সার্ভিস
🔹বিশাল সাইজের ১৭ টি রুম
🔹বোটটি দৈর্ঘ্য ১০৫ ফিট ও প্রস্থে ২০ ফিট
🔹প্রতি রুমেই এসি ও এটাচড ওয়াশরুম
🔹টয়লেট কিট
🔹রুফটফ খোলামেলা ডাইনিং
🔹জামাতে নামাজের ব্যবস্থা
🔹সার্ভিসের জন্য ৮ জন প্রশিক্ষিত কর্মী
🔹বিনোদনের জন্য বোটে পাবেন সাউন্ড সিস্টেম
🔹অবসর সময় কাটানোর জন্য বোটে রয়েছে ইনডোর খেলার ব্যবস্থা
🔹পর্যাপ্ত লাইফ জ্যাকেট
🔹অভিজ্ঞ বাবুর্চি
🔹বোটে ফ্রিজ থাকবে। বাচ্চার খাবার বা ওষুধ রাখা যাবে।

★#ট্যুর_এর_বিশেষত্বঃ
🔹নারী ও শিশুর নিরাপত্তা
🔹উন্নত আবাসন ও ট্রান্সপোর্ট
🔹ভালো মানের খাবার
🔹ফ্যামিলি ফ্রেন্ডলি পরিবেশ
🔹দক্ষ গাইড

★#যা_যা_দেখব:
🔹টাঙ্গুয়ার হাওর
🔹হাওরের ওয়াচ টাওয়ার
🔹শহীদ সিরাজ লেক
🔹টেকেরঘাট
🔹বারিক্কা টিলা
🔹জয়নাল আবেদীনের বিখ্যাত শিমুল বাগান
🔹যাদুকাটা নদী
🔹লাকমা ছড়া (অটো/বাইক দিয়ে নিয়ে যাওয়া হবে আমাদের ব্যবস্থাপনায়)।

★#যা_যা_থাকছে_আমাদের_এই_ট্যুরেঃ
🔹২ দিন ১ রাত লাক্সারি এসি হাউজবোট থাকা
🔹টোটাল ৬ বেলা মেইন ফুড এবং ৩ বার স্ন্যাকস
🔹এসি বোটে জেনারেটর দিয়ে ২৪ ঘন্টা এসি ও বিদ্যুৎ সরবরাহ
🔹পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া
🔹অভিজ্ঞ লোকাল ট্যুর গাইড
🔹সার্বক্ষণিক রুম সার্ভিস।
🔹সার্বক্ষণিক চা/কফি/পানি

★#যা_যা_থাকছেনাঃ
🔹যাত্রার রাতের খাবার
🔹ফেরার রাতের খাবার
🔹যাত্রা বিরতিতে খাবার
🔹কোন প্রকার ব্যক্তিগত ওষুধ।

★#ট্যুর_প্ল্যাণ:
★১ম দিনঃ সুনামগঞ্জ পৌঁছে সেখান থেকে নিজস্ব হাইজবোটে করে টাঙ্গুয়ার হাওর যাএা। প্রথমেই চলে যাব ওয়াচ টাওয়ার। চারদিকে জলমগ্ন এই টাওইয়ার থেকে পাখির চোখে দেখা যায় টাঙ্গুয়ার হাওর। এখানে টলটলে পানিতে নেমে নিরপত্তার সাথে গোসল করতে পারেন।
এরপর গন্তব্য সীমান্ত ঘেরা টেকের ঘাট। হাওড়ের শেষ আর ভারতের শুরু এখানে। টেকের ঘাটে আমরা ঘুরে দেখব চুনা পাথরের নীলাদ্রি লেক আর লাকমা ছড়া।

★২য় দিনঃ সকাল ৭ টার মধ্যে রওনা হয়ে আমরা চলে যাব বারিক্কা টিলা, শিমুল বাগান ও পাহাড়ের কোল ঘেসে বয়ে চলা যাদুকাটা নদীর উদ্দেশ্যে। হাওড়ে গোসল করে সন্ধ্যার মধ্যে আমরা সুনামগঞ্জের উদ্দেশে ফিরে আসব।

#ফুড_মেনুঃ
★১ম দিনঃ
– বোটে উঠার পর ওয়েলকাম ড্রিংকস।
– সকালের নাস্তা: পাউরুটি, বাটার, জেলি, সিদ্ধ ডিম, কলা, মধু, কর্নফ্লেক্স, দুধ, চা, কফি, ফিল্টার ওয়াটার।
– স্ন্যাকসঃ কেক কলা + চা/ কফি।
– দুপুরের খাবারঃ সাদা ভাত, আলু ভর্তা, শাক, লাউ চিংড়ি হাওড়ের বড় মাছ, চিকেন, ডাল, সালাদ, ডেজার্ট।
– বিকালের স্ন্যাকসঃ চাওমিন –চা/কফি,বিস্কিট।
– রাতের খাবারঃ চিকেন বার-বি-কিউ, মাংস ভুনা, ফ্রাইড রাইস, ডাল ভুনা, পরটা, বার-বি-কিউ সালাদ, কোল্ডড্রিংস, পানি।

★২য় দিনঃ
– সকালের নাস্তা: ভুনা খিচুড়ি, ডিম ওমলেট, আচার, ভর্তা, ঘি, বেগুন ভাজি, চা/কফি
– স্ন্যাকসঃ চিকেন সেন্ডউইচ, সিজোনাল ফল, চা,কফি।
– দুপুরের খাবার: সাদা ভাত, হাসের মাংশ, হাওড়ের মাছ, কাচকি ফ্রাই- কলা ভর্তা, পালং শাক, সালাদ, ডেজার্ট ।
– ইভিনিং স্ন্যাক্স- রেগুলার প্যাকেজে।
(বাজারে প্রাপ্যতার ওপর নির্ভর করে খাবার মেন্যুতে আংশিক পরিবর্তন হতে পারে)। বোট ভেদে ফুডমেন্যুতে সামান্য পরিবর্তন আছে। আপনার বুকিং এর আগে আমরা লিখিতভাবে সেটি জানিয়ে দেব।

#যা_যা_সাথে_নিতে_পারেনঃ
** মাস্ক এবং হ্যান্ড সেনিটাইজার
** রোদ থেকে বাঁচতে ক্যাপ/সানগ্লাস/সানস্ক্রিন ক্রিম/ছাতা
** ক্যামেরা, পাওয়ার ব্যাংক, লাইট, রেইনকোট/ছাতা, গামছা ইত্যাদি
** ২দিন থাকার মত পর্যাপ্ত কাপড়
** হাওড়ের পানিতে সাতার কাটার মতো কাপড়
** ব্যক্তিগত কোন প্রকার ওষুধ।

❐এই ট্যুরে প্রফিট মার্জিন অতি সামান্য। অনেক হিসাব করে প্রাইস নির্ধারণ করা হয়েছে। সুতরাং, কোনরকম ডিসকাউন্টের কথা বললে তা আমাদের জন্য বিব্রতকর হবে। প্রাইস সবার জন্যই সমান। অনেক ভাবেই টাকা কমানো যায় কিন্তু আমরা সেটি পারবোনা। কারন, খরচ বাঁচাতে গিয়ে ট্যুরের মান খারাপ হলে আপনাদের কষ্ট হবে আর বদনামটা আমাদেরই হবে। আমাদের কাছে সকল অতিথির মর্যাদাই সমান।

★বুকিং যেভাবে দিতে পারবেন
📞+𝟖𝟖𝟎𝟏𝟕𝟏𝟏𝟑𝟗𝟗𝟎𝟑𝟎
📞+𝟖𝟖𝟎𝟏𝟕𝟓𝟑𝟑𝟑𝟑𝟗𝟑𝟐
📞+𝟖𝟖𝟎𝟏𝟕𝟏𝟐𝟔𝟐𝟔𝟎𝟑𝟒
📞হোয়াটসঅ্যাপ: 𝟎𝟏𝟕𝟏𝟏𝟑𝟗𝟗𝟎𝟑𝟎
এই নম্বরসমূহে ফোন করে আপনার প্রাথমিক বুকিং নিশ্চিত করতে পারেন। এরপর আমাদের অফিস পরিদর্শন করে সবকিছু বিস্তারিত জেনে ভালো লাগলে বুকিং কনফার্ম করতে পারেন। তবে অফিসে আসতে না চাইলে ওভারফোনে কথা বলেও বুকিং করতে পারবেন।

★সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ইষ্টার্ণ ব্যাংক, ট্রাষ্ট ব্যাংক- এ আমাদের একাউন্ট রয়েছে। আপনার জন্য সুবিধাজনক ব্যাংকের একাউন্ট নাম্বার কল করে জেনে নিতে পারেন। এ ছাড়াও বিকাশ/রকেট/নগদ একাউন্ট রয়েছে। তবে আমরা অনুরোধ করবো– সবকিছু বুঝে, ট্যুরের বিস্তারিত এবং উল্লেখিত টাকার মধ্যে কী কী রয়েছে তা লিখিতভাবে নিয়ে তারপর বুকিং চূড়ান্ত করতে। যাতে কারো মধ্যেই কোন গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে আপনার ভ্রমণের আনন্দ এবং আমাদের সুনাম দুটিই নষ্ট হতে পারে। যা আমরা কেউই চাইনা।

★যুক্ত হোন আমাদের ফেসবুক গ্রুপেঃ https://www.facebook.com/groups/rajdhanitourism

★যুক্ত হোন আমাদের ফেসবুক পেইজেঃ
https://www.facebook.com/atbangladesh/

নিজের দেশ ভ্রমণে আমন্ত্রণ সকলকে।

#villagelife #tanguarhaortour #Bangladesh #tourism #NiladriLake #Sunamganj #reelschallenge #TanguarHaor #reelsvideoシ#tanguarhaortour #haortour #short #সুনামগঞ্জ #NaturalBeauty #rajdhanitourismcorporation #টাঙ্গুয়ার_হাওড় #Sylhet

আমন্ত্রণ

নিজের দেশ ভ্রমণে আমন্ত্রণ সকলকে।

You can send your enquiry via the form below.

টাঙ্গুয়ার হাওর ভ্রমণ, এসি হাউজবোটে