
“সুন্দরবনের নীরবতার সৌন্দর্য: প্রকৃতির মাঝে অনন্য এক নৌভ্রমণের উপন্যাস রচনা করে দিতে রাজধানী ট্যুরিজম কর্পোরেশন আপনাকে নিয়ে যেতে চায় ম্যানগ্রোভ ফরেষ্ট সুন্দরবনে।
প্রকৃতির জন্য কোন সুর আপনার হৃদয়ে সবচেয়ে বেশি অনুরণিত হয় তা আমাদেরকে জানান—আমরা রচনা করে দিতে পারি এক কাব্যিক চিত্রকল্প, রাজসী অনুভূতি, অথবা ব্র্যান্ড-কেন্দ্রিক ফ্রেমিং। আপনার স্মৃতিতে যা অনন্য হয়ে থাকতে পারে।
💼এই ট্যুরে আপনি যা যা পাবেন:
✨ আন্তরিক আতিথেয়তা- আপনি শুধু পর্যটক নন, আমাদের পরিবারেরই একজন।
✨প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়ন- প্রতিটি কথা থাকবে বাস্তব অভিজ্ঞতায় প্রমাণিত।
✨এসি রুম ও এটাচ্ড বাথরুম- স্বাচ্ছন্দের পূর্ণ নিশ্চয়তা।
✨বাহারী ও মুখরোচক খাবারের আয়োজন- প্রতিটি খাবারে থাকবে নান্দনিকতার স্পর্শ।
✨প্যানোরমিক ভিউ- জাহাজ থেকে চারপাশের সৌন্দর্য দেখার জন্য ডেক ও জানালা।
✨অভ্যন্তরে নান্দনিক বিনোদনের আয়োজন- যাতে প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্মরণীয়।
✨রাজধানী ট্যুরিজম কর্পোরেশনের ঢাকা অফিসে (ধানমন্ডি ২৭) এসে সরাসরি বুকিং করার সুবিধা- যেখানে আপনি পাবেন প্যাডে লিখিত বুকিং ফরম। যাতে ভুল বোঝাবুঝির কোন সুযোগ না থাকে এবং ব্যাংক কার্ড, চেক, ট্রান্সফারের ব্যবস্থা।
💌বুকিং ও বিস্তারিত জানতে চলে আসুন আমাদের অফিসে,
অথবা যোগাযোগ করুন সরাসরি। আমাদের অফিসে আপনাকে এককাপ কফির আমন্ত্রণ।
🌿ভ্রমণের তারিখ ও স্পটসমূহ, প্রাইস, ফুড মেন্যুসহ বিস্তারিত জানতে
ফোন করতে পারেন এই নম্বরে:
Call: 01711-399030
আপনার পছন্দের তারিখ আমাদেরকে জানালে আমরা ভ্রমণের জন্য আপনাকে বিস্তারিত অবহিত করবো।
আমরা মৌখিকভাবে বুকিং নয়, লিখিতভাবে পূর্ণাঙ্গ বুকিং ফরম দিয়ে থাকি। বুকিং এর পর ঢাকা থেকে খুলনা যাওয়া আসাসহ সব চিন্তা আমাদের। নিশ্চিন্তে আপনার পছন্দমত তারিখে এখনই বুকিং করতে পারেন।
#SundarbanTour
🌲সুন্দরবনে রকমারী স্বাস্থ্যসম্মত খাবার, আরামদায়ক নৌ ভ্রমণ ও প্রকৃতি উপভোগ ও উন্মুক্ত বন্য প্রাণী দেখা এবং সমূদ্র দর্শনের আমন্ত্রণ।
💙খুলনা-সুন্দরবন-খুলনা ৩ দিন ২ রাতের-
#ভ্রমণ_স্পটসমূহ :
🌲আন্ধারমানিক
🌲জামতলা সী-বীচ🐅
🌲কটকা অভয়ারণ্য🐅
🌲টাইগার টিলা🐅
🌲ডিমের চর- আইল্যান্ড🐅
🌲কচিখালি অভয়ারণ্য🐅
🌲করমজল 🐅
🌲ক্যানেল ক্রুজিং🐅
নভেম্বর থেকে সরকারের অনুমোদন সাপেক্ষে:
🌲হারবাড়িয়া🐅
🌲দুবলার চর🐅
🌲হিরণ পয়েন্ট🐅
🌲করমজল 🐅
🌲ক্যানেল ক্রুজিং
#ফুড মেন্যু:
প্রতিদিন ৩ বার স্নাক্স সহ ৬বার ডাবল মেন্যুর খাবার থাকবে। চা/কফি সবসময়।
💢যেভাবে ভ্রমণ করবো: দুটি ট্যুর সিডিউলের মধ্য থেকে একটির উল্লেখ রয়েছে এখানে।
#১ম_দিন:
জেলখানা ঘাট,( খুলনা শহর) থেকে আমাদের ট্যুর পরিচালক/ম্যানেজার আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবেন। ভৈরব, রুপসা, পশুর নদী ধরে জাহাজ চলবে আন্ধারমানিকের উদ্দেশ্যে।
ব্রেকফাষ্ট, মর্নিং স্নাক্স করে ও লাঞ্চের আগেই যাবো “আন্ধারমানিক-ইকো ট্যুরিজম কেন্দ্রে। সুন্দরবন বিভাগের গানম্যান ও ট্যুর গাইডের সাথে সারিবদ্ধভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। ঢুকবো গভীর বনে৷ দুপাশে রয়েছে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ বন। সুন্দরী, গোলপাতা, গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নীরব থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে। প্রায় ১ কি.মি. ট্রেইল ঘুরে জাহাজে ফিরে আসবো। জাহাজে ফিরে বিকালের চলতে চলতে লাঞ্চ- ইভিনিং স্ন্যাক্স।
জাহাজ চলবে সাগরের মোহনায় অবস্থিত “কটকা অভয়ারণ্যে”র উদ্দেশে।
#২য়_দিন:
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং নীরব থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি’র ঝোপ, হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে ২.৫ কি.মি. দূরের জামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশের দুই গর্ব “সুন্দরবন” এবং ‘বঙ্গোপসাগর”এর মিলন স্থান। কটকা সী বিচ।
অত:পর যাবো কটকা অভয়ারণ্যে। টাইগার টিলা, কাঁদা, শ্বাসমূল আর ভয়ংকর গরান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান। যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে। এখানেও সী বীচ রয়েছে।
এরপর ফিরবো জাহাজে৷ জাহাজ যাবে “কচিখালি”র উদ্দেশ্যে।
“কচিখালিতে” গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাঁটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেন এ স্থানটিকে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে অনুভবে ফিরবো জাহাজে। যাবো ডিমের চর- আইল্যান্ডে। আপনি চাইলে পুরন হতে পারে জাল নিয়ে শখের মাছ ধরার ইচ্ছেও।
অসাধারণ সুন্দর এ সী বীচে থাকবো সন্ধ্যা পর্যন্ত।
তারপর ফিরবো জাহাজে। জাহাজ চলবে করমজলের উদ্দেশ্যে।
#৩য়_দিনঃ
করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির, বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ, বানর, মায়াবী হরিণসহ বন্যপ্রাণী দেখে চলে যাবো ঢাংমারী 𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥 𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞 𝐓𝐨𝐮𝐫 এ. ভ্রমণ শেষে জাহাজে ফিরে খুলনার উদ্দেশ্যে যাত্রা করবো।
#নিরাপত্তা: 🐅
নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবেন বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী। আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VHF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন। তবে বন ভ্রমণ নিরাপদ।
#ফুড মেন্যু: বুফে…..
❤️১ম দিন:
স্পেশাল ওয়েলকাম ড্রিংকস।
🔹ব্রেকফাষ্ট: ব্রেড, বাটার, জ্যাম, কর্নফ্লেক্স, দুধ, ডিম অমলেট, পাখির ডিম সেদ্ধ, খলিসা ফুলের মধু, কলা, মাল্টা, চা/কফি।
🔹মর্নিং স্নাক্স: চিকেন রোল, আপেল/পেপে, চা/কফি।
🔹লাঞ্চ: বাসমতী চালের ভাত, ভর্তা, লাউ চিংড়ি, রুপচাঁদা মাছ দোপিয়াজা, চইঝালের মাংস, ডাল, সালাদ, কোল্ড ড্রিংকস, মিষ্টি, ফল, চা/কফি।
🔹ইভিনিং স্নাক্স: ফিস ফ্রাই, হট এন্ড সাওয়ার সুপ, ফ্রেঞ্জ ফ্রাই, চা/কফি।
🔹ডিনার: মিক্সড ফ্রাইড রাইস, সুইট এন্ড সাওয়ার প্রণ, ফ্রাইড চিকেন, চাইনিজ ভেজিটেবল, কেসনাট সালাদ, কাস্টার্ড, কোল্ড ড্রিংক্সস, চা/কফি।
❤️২য় দিন:
🔹প্রি ব্রেকফাষ্ট: গরুর দুধ, গ্লুকোজ, ড্রাই কেক, চা/কফি।
🔹ব্রেকফাষ্ট: ভুনা খিচুড়ি, চিকেন ফ্রাই, খাসির কলিজা ভুনা, বেগুন ভাজি, আচার, গ্রীণ সালাদ, জিরাপানি ড্রিংকস, চা/কফি।
🔹মর্নিং স্নাক্স: ফ্রুট জুস, চিকেন স্যান্ডউইস, পেয়ারা, চা/কফি।
🔹লাঞ্চ: বাসমতী চালের ভাত, চিংড়ি ভর্তা, কলা ভর্তা, মিক্সড ভেজিটেবল, চিকেন কারি, পারসে মাছ দোপিয়াজা, ডাল, সালাদ, সরপুরিয়া, চা/কফি।
🔹ইভিনিং স্নাক্স: শিতের পিঠা/ চিকেন উইংস/পটেটো ওয়েজেজ, থাই থিক স্যুপ, চা/কফি।
🔹ডিনার: বাটার নান, চিকেন বারবিকিউ, ফিস বারবিকিউ, ম্যাশ পটেটো, ভেজিটেবল ফ্রাই, রাশিয়ান সালাদ, কোল্ড ড্রিংক্স, স্পেশাল রস মালাই, চা/কফি।
❤️৩য় দিন:
🔹প্রি ব্রেকফাষ্ট: গরুর দুধ, লেক্সাস বিস্কিট, চা/কফি।
🔹ব্রেকফাষ্ট: তার্কিস রুটি, হাসের মাংস ভুনা, ডিম অমলেট, ডাল মাখানা, রসের পায়েস, চা/কফি।
🔹মর্নিং স্নাক্স: বেলের সরবত/লেমন জুস, ফ্রুট কেক, মিক্সড ফ্রুট, চা/কফি।
🔹লাঞ্চ: পোলাও, কোরাল মাছ দোপিয়াজা, চিকেন রোস্ট, বেগুন ভাজি, গ্রীণ সালাদ, সাদা দই, কোল্ড ড্রিংক্সস, চা/কফি।
🔹ডিনার: বসনিয়ান নান, ফ্রাইড ভেজিটেবল, চা/কফি।
🔹সব রুমেই এসি, এটাচ্ট বাথ, উইন্ডো ও মডার্ণ ফিটিংস রয়েছে।
💳 প্যাকেজ প্রাইস: জনপ্রতি:
🌳আল্ট্রা ডিলাক্স স্যুইট, লেভেল 02: 17,500/-
🌳 হানিমুন স্যুইট, লেভেল 03:: 19,000/-
🌳প্রেসিডেন্সিয়াল সুইট, লেভেল 03: 20,000/- & লেভেল 04: 22,000/-
🌳সব রুমেই এসি, এটাচ্ট বাথ, উইন্ডো ও মডার্ণ ফিটিংস রয়েছে।
২টি জাহাজে নিয়মিত ট্যুর। অপর জাহাজে ১১ হাজার থেকে জনপ্রতি প্যাকেজ শুরু।
🔹শিশু: ০৩ বছর পর্যন্ত ফ্রি, যদি রেগুলার খাবার না লাগে, ৩+থেকে ১০ বছর পর্যন্ত ৫০%, যদি বেড না লাগে।
🔹প্যাকেজ প্রাইস ফিক্সড। আমরা সার্ভিসেও দুই কথা বলিনা প্রাইসেও না। আশা করি আপনি খুশি হবেন। কর্পোরেট বা ব্যক্তিগত ভ্রমণের জন্য ফোন করে আপনার বুকিং নিশ্চিত করতে পারেন।
🌳ব্যাংক একাউন্টে ট্রান্সফার, চেক, অফিসে ক্যাশ বা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন।
🔹বুকিং যেভাবে দিতে পারবেন:
📞01711-399030
📞+8801626624777
📞+𝟖𝟖𝟎𝟏𝟕𝟓𝟑𝟑𝟑𝟑𝟗𝟑𝟐
📞+𝟖𝟖𝟎𝟏𝟕𝟏𝟐𝟔𝟐𝟔𝟎𝟑𝟒
📞হোয়াটসঅ্যাপ: 01711-399030
এই নম্বরসমূহে ফোন করে আপনার প্রাথমিক বুকিং নিশ্চিত করতে পারেন। এরপর আমাদের অফিস পরিদর্শন করে সবকিছু বিস্তারিত জেনে ভালো লাগলে বুকিং কনফার্ম করতে পারেন। তবে অফিসে আসতে না চাইলে ওভারফোনে কথা বলেও বুকিং করতে পারবেন।
💙সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ইষ্টার্ণ ব্যাংক, ইসলামী ব্যাংক, ট্রাষ্ট ব্যাংক- এ আমাদের একাউন্ট রয়েছে। আপনার জন্য সুবিধাজনক ব্যাংকের একাউন্ট নাম্বার কল করে জেনে নিতে পারেন। এ ছাড়াও বিকাশ/রকেট/নগদ একাউন্ট রয়েছে।
💙ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন।
🌿ফেসবুক পেজেও পাবেন বিস্তারিত: https://www.facebook.com/share/p/16VFFDPV2B/
🌿সম্মানিত অতিথিদের রিভিউ এখানে:
💌https://www.facebook.com/atbangladesh/videos/738873294035177
💌https://www.facebook.com/share/p/19skQrA9rf/
#Aralseacruise #SundarbanCruise #LuxuryTripPlanning
#tourism #travel #adventuretravel #naturelovers #ecotourism
#Sundarbans #wildlifephotography #SundarbanTourPackage #sundarbanbooking #boating
#BangladeshTravel #TravelDeals #Cruise #waidelife
নিরাপত্তা
নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবেন বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী। আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VHF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন। তবে বন ভ্রমণ নিরাপদ।